ফরিদপুর সুপার মার্কেটের দোকান বরাদ্দের অনিমের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শহর প্রতিনিধি:
ফরিদপুরের শহরের সুপার মার্কেটের দোকান বরাদ্দের অনিময়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর সুপার মার্কেট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু।
এ সময় তিনি বলেন, ফরিদপুর পৌরসভা কর্তৃক ফরিদপুর সুপার মার্কেটের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম হয়েছে। গত ২০১৭ সালের ফরিদপুর পৌরসভার সাথে চুক্তি মোতাবেক বর্তমান পৌরসভা যদি না মানে তাহলে আগামী ৭ দিনের মধ্যে আমরা আন্দোলনে নামবো। এই আন্দোলনে ফরিদপুরের সকল ঔষধের দোকান বন্ধ করা হবে। যারা সকলের সামনে সম্পাদিত চুক্তিকে মিথ্যা, ভিত্তিহীন, অগ্রহনযোগ্য এবং আমলা তান্ত্রিক জটিলতার বলে মিথ্যাচার করছে। যারা বর্তমান বৈষম্যহীন সরকারকে ফরিদপুরবাসীর সামনে কলঙ্কিত এবং প্রতিপক্ষ হিসেবে দার করানোর চেষ্টা করছে। এই সব অপকর্মের সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে ফরিদপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ নাজমুল হোসেন লোচন, মোঃ আশরাফুজ্জামান দুলাল, মতিউর রহমান, কামরুল হাসান চৌধুরী।
Leave a Reply