লিবিয়ায় ফরিদপুরের দুই যুবকেকে হত্যার ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম
ভাঙ্গা প্রতিনিধি:
ইটালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা ঘটনায় ভাঙ্গা ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে চলছে শোকের মাতম। প্রচন্ড কুয়াশা ও কাকডাকা ভোর থেকেই শুরু হয় গ্রামের ও পাশের থানা থেকেও শতশত মানুষের ভিড় জমে যায়।
প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, কুমারখালীর আনোয়ার মাতুব্বর দালালের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়েও রক্ষা পায় নি গ্রামের দুইটি তাজা প্রান। তবে, স্থানীয় তাই দালাল আনোয়ার সহ এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার জানান, গত ২২ তারিখে সর্বশেষ কথা হয় হৃদয়ের সঙ্গে। এরপর গতকাল হটাৎ বিকেলে হোয়াইটস এপে হৃদয়ের শরিরের রক্তাক্ত ও বালুমাখা ছবি পাঠায় মাফিয়া দালাল চক্রের লোকজন। তবে, আজকে সকাল থেকেই স্থানীয় মকরম্পুট্রি গ্রামের দবির মাতুব্বর, জলিল মেম্বার, মিরাজ মেম্বার, বাবু আকনসহ কয়েক গ্রাম্য মাতুব্বর বিষয়টি নিয়ে দালাল চক্রের পক্ষে মিমাংসার জন্য চাপ প্রয়োগ করছে আমাদের। কিন্তু আমি আমার সন্তান হত্যার বিচার চাই।
হৃদয়ের মা বিলকিস আক্তার প্রায় বেহুশ ও কান্নাজড়িত কন্ঠে বুকচাপড়ে বিলাপ করে বলছিলেন, আমার হৃদয়ের বুকে গুলি করলে পিঠের পেছন দিয়ে ঝাঝরা হয়ে গুলি বের হয়। ‘আল্লাহ আমি কেমনে সইবো,আমি বিচার চাই’।
রাসেলের মা লিপিয়া বেগম, সন্তানের আর্তনাদে এলাকায় শোকের ছায়া নেমে আগে। এক সপ্তাহ আগে সর্বশেষ কথা হয় তাদের সাথে। আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। আমার ছেলের লাশ ফেরৎ নিতে চাই।
সরকারের মাধ্যমে ওই যুবকদের লাশ দেশে আনার দাবি করেন স্বজন ও এলাকাবাসী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, লিবিয়া থেকে ইটালি যাবার পথে ভাঙ্গা থানা এলাকার দুই যুবক কে গুলি করে হত্যা করা হয়েছে এমন খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৬) সাথে এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে গতকাল। দু’মাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই সেখান থেকে সৌদি আরব তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদয়কে হত্যা করা হয়। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
Leave a Reply