সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া হবে না – ড. আসাদুজ্জামান রিপন
শহর প্রতিনিধি :
বিএনপির ভাই চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন বলেছেন সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, কথা খুবই স্পষ্ট জাতীয় নির্বাচন ১৮ মাসের ভিতরে দিতে হবে। আমাদের সেনাপ্রধান যে কথা বলেছে ১৮ মাসের কথা সেই কথা মতোই নির্বাচন হতে হবে। তিনি বলেন আগে ৩০০ আসনের সংসদ নির্বাচন হতে হবে তারপরে অন্য সব নির্বাচন। নির্বাচন নিয়ে কোন টালবাহানা মেনে নেয়া হবে না।
আজ শনিবার দুপুরে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। যেই ক্ষমতায় যায় বেশি দিন স্থায়ী হলেই তারা ফ্যাসিষ্ট হয়ে পড়েন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, মোঃ সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়াম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন সহ ফরিদপুর বিভাগীয় বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
Leave a Reply