এম.এ.আজিজ,ফরিদপুর
“সারা বিশ্বের সাথে বাংলাদেশ ও আজ শামিল কোভিড ১৯ নামক ভাইরাসের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে। আর এই যুদ্ধের মূল এবং সম্মুখ যোদ্ধা চিকিৎসকবৃন্দ। জনসংখ্যার অনুপাতে আমাদের দেশে চিকিৎসক ঘাটতি সব সময়ই একটি বড় সমস্যা হয়ে থেকে গিয়েছে। করোনাকালীন এই সময় তা দেখা দিয়েছে আরোও প্রকট হয়ে। কারন চিকিৎসকরা প্রতিনিয়তই করোনা রোগীর সংস্পর্শে আসছেন, ফলে চিকিৎসক সংকট দেখা দিচ্ছে আরো ভয়াবহ ভাবে। এমন ই পরিস্থিতিতে স্থগিত রয়েছে চূড়ান্ত এম.বি.বি.এস পেশাগত পরীক্ষা মে ২০২০। যেখানে ৫ বছরের এম.বি.বি.এস কোর্স শেষ করে চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীরা প্রায় তৈরী চিকিৎসক হয়ে আছেন, সেখানে সাস্থ্য মন্ত্রানালয়ের অধীনে পরীক্ষা নেওয়ার ব্যবাস্থা করলে, দেশের চিকিৎসা ব্যবস্থায় যোগ দিতে পারেন প্রায় ২৫০০ নতুন ইন্টার্নি চিকিৎসক। এখানে উল্লেখ্য যে হাসপাতাল গুলোর মূল চালিকা শক্তি ইন্টার্নি চিকিৎসকগন। সেখানে চূড়ান্ত পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত না হতে পেরে থমকে দাড়িয়ে যাচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থাপনা। তাই এই পরিস্থিতিতে চূড়ান্ত এম.বি.বি.এস পেশাগত পরীক্ষা নেওয়ার দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরে মানব বন্ধন পালন করছেন চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীরা। দেশের এই সংকট কালীন অবস্থায় তারা যোগ দিতে চান একজন যোদ্ধা হিসেবে। নিজের অর্জিত জ্ঞানে সেবা দিতে চান দেশের জনগনকে। পরিশেষে এটাই একমাত্র চাওয়া, যুদ্ধ কালীন সময়ে যোদ্ধা নিয়োগ ব্যবস্থা যত দ্রুত সম্ভব তাদের নেওয়া হোক।
Leave a Reply