ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান।
শহর প্রতিনিধি:
আজ ২ জুন ২০২৪, রবিবার
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনায় এবং মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ফরিদপুর স্যারের সার্বিক সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এঁর নেতৃত্বে রেল স্টেশন বাজারে রত্না দধি ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মানুষের জীবন ও স্বস্হ্যের ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় দই, মিষ্টি ও ঘি উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে রত্না দধি ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সতর্ক করা হয়।
এসময় জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। বেলা ১১:০০টা হতে দুপুর ১২:৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply