ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষক ইয়ার আলী মারা গেছেন
শহর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার গোপালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক মোঃ ইয়ার আলী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, রাতে তাকে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ১১ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষের মো. হাফিজুর রহমান মাস্টার, ওমর আলী ও মিরান মাতুব্বরের নেতৃত্বে ২০-২৫ জন মানুষ লাঠি সোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইয়ার আলীর উপরে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে নেয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ০৩ সেপ্টেম্বর মারা যান ইয়ার আলী।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, প্রতিপক্ষের লোকজন ইয়ার আলীর জায়গায় জোরপূর্বক ভবন নির্মাণ করলে, গ্রামবাসী এবং প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করায় ক্ষুব্ধ হয়ে হামলা চালায়।
তারা জানান, এ ঘটনায় এর আগেও তারা সঙ্ঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটায়।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. ফায়জুর রহমান জানান, হামলার পর এই ঘটনায় মামলা হয়েছিল সেই মামলা আদালতের নির্দেশে এই নাজিম ভাই হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের তৎপর রয়েছে পুলিশ।
Leave a Reply