নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের সাতৈর ইউনিয়নের বেড়দি গ্রামের কুখ্যাত সন্ত্রাস বহু অপকর্মের হোতা কথিত হাতুড়ি বাহিনীর প্রধান এনামুল তার হাতুড়ি বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি দখলবাজি তদবির ও ইয়াবা, ফেন্সিডিল এবং বেপরোয়া চাদাবাজীর মাধ্যমে করেছেন বাড়ি, দামী গাড়ী ও মুজুরদিয়া বাজারে ইলেক্ট্রনিক্স শো-রুমের কোটি টাকার ব্যবসা, রয়েছে তার বাহিনীর মাদক ব্যবসা ও অবৈধ কর্মকান্ডের বিলাসবহুল অফিস, ইয়াবা, ফেন্সিডিল সরবরাহ করার জন্য এনামুলের রয়েছে উঠতি বয়সী ২৫/৩০ জন যুবক, যারা এনামুলের মাদক ব্যবসাকে সহযোগীতা করে থাকে। সাতৈর ইউনিয়নসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী ও ফরিদপুর সদরের বিভিন্ন স্থানে এনামুল পাইকারী ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসা করে থাকেন। এই অবৈধ টাকা দিয়ে হাতুরী এনামুল ফুটপথ থেকে বর্তমানে আড়াই লক্ষ টাকার দামী মটর সাইকেল ব্যবহার করেন। তার রয়েছে গোপন স্থানে নিজস্ব টর্চার সেল, হাতুরী বাহিনীর কথার অবাধ্য হলেই তাকে ঐ সেলে নিয়ে নির্যাতন করা হয়। সম্প্রতি সরজমিন পরিদর্শনে গেলে বেড়াদী গ্রামের মৃত আলতাব সাহেবে ছেলে জাহিদ বলেন এনামুল ও তার লোকজন আমার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ৭/৮ লক্ষ টাকা মূল্যের ১০/১২ টি মেহেগুনি গাছ কেটে নিয়ে গেছে। মান্নান শেখ এর পুত্র হাসান শেখ বলেন- এনামুল আমার ৫টি গরু জোর করে নিয়ে গেছে এবং আমার বাড়ি ঘর লুটপাট করেছে। গ্রামের ময়েন উদ্দিনের পুত্র আসাদ বলেন- হাতুরী এনামুল ও তার বাহিনী আমার লক্ষাধীন টাকার গরু, সেলমেশিন ৫০/৬০ মন পেয়াজ লুট করেছে এবং আমার বাড়ি-ঘর ভাংচুর করে এবং আমার কাছ থেকে জোরকরে জীবনে মেরেফেলার হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাদা নিয়েছে। ঐ টাকার বিনিময়ে আমি আমার বাড়ি ঘরে থাকতে পেরেছি। একই কথা জানান বেড়াদী গ্রামের এলেমে মোল্যার পুত্র সিরাজ মোল্যা, তিনি বলেন- এনামুল আমার ২টি গাভী বাছুরসহ জোড়পূর্বক নিয়ে গেছে এবং বাড়িঘর ভাংচুর করেছে। বছির উদ্দিন শেখের পুত্র ঠান্ডু শেখ বলেন- এনামুলকে ৩০ হাজার টাকা চাদা দিয়ে বর্তন আমার বাড়িতে বসবাস করছি। এখনও মাঝে মাঝে চাদা দাবী করে এনামুল আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এনামুল বাহিনীর অত্যাচার ও চাদাবাজীর লোমহর্ষক বর্ণনা দিলেন ঐ এলাকার রতন শেখের ছেলে লিপু শেখ – তিনি বলেন, হাতুরী এনামুল বাহিনীর এক দেড়শত লোক আমাদের বাড়িতে হামলা করে, মেয়েছেলেদের মারধর করে, ভাংচুর ও লুটপাটের যজ্ঞ চালায়, এ সময় আমার ঘর থেকে গম, পেয়াজ, রসুন, ধুনে, কালোজিরা, নগদ টাকা লুটপাট করে এবং বলে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাদা দিতে হবে তা না হলে জীবনে মেরে ফেলব। আমি ৩০ হাজার টাকা এনামুলকে চাদা দিয়ে বর্তমান বাড়িতে বসবাস করছি। অনেক অসহায় মানুষ নাম প্রকাশে অনেচ্ছুক তারা সাংবাদিকদের কাছে বলেন- সাতৈর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজবরের ছোট ভাই হাতুরী বাহিনীর প্রধান এনামুল ও তার লোকজন ফেন্সিডিল, ইয়াবা, গাজসহ মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। স্কুল-কলেজ ও বেকার যুবকরা মাদকাসক্ত হয়ে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে, এছাড়া এনামুল এলাকার কয়েকশ পরিবারের কাছ থেকে নিয়মিক চাদা গ্রহণ করে থাকেন, জনস্রুতি আছে এই এনামুলের হাত অনেক বড়, পুলিশের ছোট কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ মহলে হাতুরী বাহিনীর প্রধান এনামুলের হাত রয়েছে। যার ফলে এনামুল ও তার বাহিনী মাদক ব্যবসা, চাদাবাজী, দখলবাজী, ভাংচুর, লুটপাট, সুদে কারবারিসহ নানা অপকর্ম বীর দাপটে চালিযে যাচ্ছে।হাতুড়ী বাহিনীর প্রধান এনামুলের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকার মানুষ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, এনামুলের বিষয়ে জয়নগর ফাড়ির আইসি মো: নজরুল মুন্সির সাথে কথা বললে তিনি এনামুলের অবৈধ ও সন্ত্রাসী কর্মকান্ডের কথা স্বীকার করেন। এনামুলের সন্ত্রাসী কার্যকলাপ পত্রিকায় প্রকাশিক হবার পরও কেন এনামুল গ্রেফতার হচ্ছেনা এমন প্রশ্ন করলে বোয়ালমারী থানার ওসি মো: আমিনুর রহমান বলেন- এনামুল পুলিশের নজরদারীতে আছে। ফরিদপুর পুলিশ সুপার মো: আলিমুজ্জামান পিপিএম এর সাথে কথা বললে তিনি বলেন- আমি এনামুলের বিষয়ে ওসি বোয়ালমারীকে নির্দেশ দিয়ে দিয়েছি। (চলবে …)
Leave a Reply