নিজস্ব প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষাবীদ মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা। তিনি শুক্রবার সকালে ১১ টায় ঢাকা শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি —— রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী দুই পুত্র, দুই কন্যা আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২৩ জুন তিনি করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনিত হলে ২৫ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ রাসেল গ্যাস্টোলজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে চিকিৎরত অবস্থায় মারা যান।
Leave a Reply