চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামের মাথায় পদ্মার কড়াল গ্রাসে তিনটি বসতভিটা ইতিমধ্যে ভস্মিভথত হয়েছে।এছাড়া হুমকির মুখে বসবাস করছে ৪২ টি পরিবার।
শনিবার সকালে ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনে গেলে দেখা যায় পদ্মা পাড়ের সামছু সেক,লিটন সেক ও মানিকের বসতভিটে পদ্ময় ভেঙ্গে গেছে।এছাড়া প্রতি মুহূর্তে আতংকের মধ্যে বসবাস করছে ৪২ টি পরিবার। এছাড়া উক্ত গ্রামে অবস্থিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছবুল্যা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাঃ বিদ্যালয় পদ্মার ভাঙ্গনের মূখে।
এলাকার প্রবীন হাসেম মিয়া জানান,বাপ-দাদার ভিটেয় বসবাস করে আসছি,এবার মনে হয় আর থাকা হবে না।বর্ষার শুরুতেই পদ্মা তার চেহারা পাল্টে দিয়েছে।প্রায় দুইশত গবাদী পশু আছে এই এলাকায়।এতগুলো পরিবার এতগুলো বাচ্চা-কাচ্চা ও পশুপাখি নিয়ে কই যাবে আল্লাহ ই জানে।
এলাকাবাসীর দাবী “আমরা প্রতি মুহূর্তে আতংকে আছি,কখন আমাদের বাড়ি-ঘড় ভেঙে যায়।আমরা উপজেলা নিবার্হী অফিসার ,এমপি ফরিদপুর-৪ ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন করছি দ্রুত আমাদের এলাকা ভাঙ্গন রোধে ব্যাবস্থা নেওয়া
হোক।
Leave a Reply