শহর প্রতিনিধি :
তৃতীয় লিঙ্গের মানুষের জন্য গার্মেন্টস করার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক অতুল সরকার তৃতীয় লিঙ্গের মানুষের উদ্দেশে বলেন, শুধু সেলাই প্রশিক্ষণই নয়, আপনাদের একত্রিত হয়ে গার্মেন্টস পরিচালনা করতে হবে। আপনাদের মাধ্যমেই ফরিদপুরে বিশেষায়িত গার্মেন্টস প্রতিষ্ঠিত হবে। এজন্য আমাদের পক্ষ থেকে জমি প্রদানসহ অন্যান্য সহায়তা করা হবে। তাদের একত্রিত হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষসহ জেলার ১৭টি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply