ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে ২টি লাশ উদ্বার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার ভাঙ্গা বিশ্বরোড মোড় সংলগ্ন উপজেলার পুকুর হতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্বা মহিলার লাশ উদ্বার করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার চুমুরদী গ্রাম থেকে কীটনাশক পান করে মারা যাওয়া আঃ রব নামে অপর আরেক ব্যাক্তির লাশ উদ্বার করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্খলে গিয়ে লাশ দুটি উদ্বারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
Leave a Reply