ফরিদপুরে ক্রমেই বেড়ে চলেছে ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার জেলায় নতুন করে ৮২ জনের করোনা সনাক্ত হয়েছে। আর সদর উপজেলাতেই সর্বোচ্চ ৫৩জন করোনায় আক্রান্ত হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সুত্র মতে, ২৮জুন রবিবার পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি করোনার পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১২৪জনের করোনা পজেটিভ এসেছে এবং ২৪২ নেগেটিভ রিপোর্ট এসেছে আর ১০টি রিপোর্ট ইনভেলিড এসেছে।
আজ ১২৪জনের মধ্যে ৮২জন ফরিদপুর জেলার আর বাকী ৪২ জন গোপালগঞ্জসহ অন্যন্য জেলার।
আজ ফরিদপুরে ৮২ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলার ৫৩জন, নগরকান্দা উপজেলার ৪জন, সদরপুর উপজেলার ৪জন, চরভদ্রাসন উপজেলার ১জন, ভাঙ্গা উপজেলার ১৩জন, বোয়লমারী উপজেলার ৬জন এবং মধুখালী উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ফরিদপুর জেলায় এপর্যন্ত মোট ১৯১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৯১জন এবং মোট মৃত্যু বরন করেছেন ২৪জন।

ফরিদপুর সদর উপজেলায় আজ ৫৩জন নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, আলীপুরের সাজেদা বেগম, ডা. অঙ্কন অংশুমান প্রামানিক, পশ্চিম আলীপুরের শহীদুল ইসলাম, ডিআইভি বটতলার হাসানুর রহমান, স্বরসতী মন্ডল, মেডিকেলের শারমিন সুলতানা, পশ্চিম খাবাসপুরের প্রান্ত বিশ্বাস, বিলমামুদপুরের শেখ ঈমান আলী , ব্রাম্মনকান্দার ডা. তন্ময় দত্ত, ঝিলটুলীর সীমা আক্তার, ডায়বেটিকের ডা. উৎপল দে, আনোয়র পশার ডাঙ্গীর শম্পা আক্তার, উত্তর আলীপুরের মো, আলাউদ্দিন শেখ, পুলিশ লাইনের মেহেদী হাসান, মরিয়ম আক্তার, রইচ মোল্ল্যা, মতিউর রহমান, গোর গোপাল আঙ্গীনার ঝুমা নাগ, দেওরার নুরজাহান বেগম, শ্রীঅঙ্গনের আসিয়া বেগম, সোনালী ব্যাংকের ললিত মন্ডল, দেওরার হাসান মিয়া, শোভারামপুরের গোবিন্দ মালো, আয়তুল আমানের হোসনে আরা আক্তার, সিংপাড়ার সুশেন চন্দ্র দেব, কমলাপুরের মামুন শেখ, মিয়া পাড়ার মো. আসাদ, গবিন্দপুরের তালু, পশ্চিমখাবাসপুরের সোয়াদ, শ্রীঅঙ্গনের গৌতম ঘোষ, আলো ঘোষ, গোয়লচামটের টুলু মিয়া, দক্ষি ঝিলটুলীর সাদিয় ইসলাম, গোরগোপাল আঙ্গিনার বিশ্বনাথ নাগ, শ্রীঅঙ্গনের মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংকের কবিরুল ইসলাম, মো. নুরুল ইসলাম, কোর্টের হাফিজুর রহমান, টেপাখোলার অভিজিৎ বিশ্বাস, কালীবড়ির মো. আজাহারুল ইসলাম, পশ্চিম খাবাসপুরের সুরভী সাইদ, তাম্বুলখানার মেহেদী হাসান, এফসিডব্লিউসি এর ইয়াসিন, বাখুন্ডার শিউলী , সুমন, মহিমা, বিলমামুদপুরের নুরুল ইসলাম, টেপাখোলার ীরুন কুমার বিশ্বাস, গোয়ালচামটের ওহিদুজ্জামান, আলীপুরের মনোয়ারা, চানমারীর তৌহিদ, নুরজাহান বেগম, ব্যাংক এশিয়ার সানজিদা, গোয়ালকান্দীর মো. হুমায়ুন কবীর, কৈজুরীর মাসুদুর রহমান
Leave a Reply