নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের বিখ্যাত টেন্ডারবাজ ভূমিদস্যু, সাইফুল-রুবেল ও বরকত সহ ১২ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে এবার চাঁদাবাজী ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী।
জানা যায়, গত ২২ ডিসেম্বর রাত্রী আনুমানিক ৮ ঘটিকার সময় সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল, সাইফুল ইসলাম, মোঃ আলী মিনার, আলিমুন হোসেন আলীম, ফারুক শেখ, হারুন মন্ডল, রাজিব, সাত্তার শেখ, তসলিম, রহিম, করিমসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন তার চকবাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবী করে, চাঁদা না দেওয়ায় তার উপর হামলা চালায় এবং হাতুরী ও বিভিন্ন অসস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। চিকিৎসার জন্য প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরে পরিস্থিতি খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এঘটনায় তখন সামসুল আলম চৌধুরী মামলা করতে না পারায় সম্প্রতি তিনি কোতয়ালী থানায় হত্যা চেষ্টাসহ চাঁদাবাজীর মামলা করেন।
জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল রুবেল-বরকতের সাথে এলজিইডির টেন্ডার নিয়ন্ত্রণসহ ভূমিদখল, রাজবাড়ী রাস্তার মোড় থেকে পরিবহন হতে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করার জন্য একটি হাতুরী বাহিনি তৈরী করে। মারপিট করে যখম করা হয় অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদ্দুস শেখকে এবং খ্রিষ্টান ছোটনকে রাজবাড়ী রাস্তার মোড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এই সাইফুল। 2017 সালে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের মেধাবী ছাত্র মেহেদী হাসান আলীপকে শহরের তার ঝিলটুলী বাসা থেকে ডেকে এনে ছাত্রলীগ নেতা সুপ্ত-র মদদে আলীপের একটি চোখে ভ্রমর ঢুকিয়ে চোখ নষ্ট করে দেয়। বড়-ভাই ছোট ভাই ডাকা নিয়ে দ্বন্দ্বের জের হিসেবে এই নৃশংস ঘটনা ঘটায় সাইফুল। এই নির্মম ঘটনায় চিরদিনের মত একটি চোখের দৃষ্টি হারায় আলীফ। ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দিপক মজুমদারকে ঝিলটুলীর শিশু হাসপাতালের সামনে মজুমদার ফার্মেসীতে হাতুরী বাহিনী নিয়ে পিটিয়ে জখম করে।আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলকে তৎকালীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের সাথে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানানোর কারণে ফরিদপুর হাইস্কুলের সামনে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সাইফুল ও তসলীম বাহিনী। তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্রের ভান্ডার। অস্ত্রের ভয় দেখিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেনকে দিয়ে ভূয়া প্রকল্প প্যাকেজ বানিয়ে ৫০কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সাইফুল ও রুবেল-বরকত গ্রুপ।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, মামলাদি তদন্তাধীন রয়েছে, আসামীদের মধ্যে রুবেল,বরকত গ্রেফতার আছে। তাদের রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ নিয়ে বিস্তারিত থাকছে আগামী সংখ্যা। প্রিয় পাঠক চোখ রাখুন দৈনিক গণসংহতি পত্রিকায় ও ওয়েব সাইটে।
Leave a Reply