ফরিদপুরে শোভারামপুর রঘুনন্দনপুর এর যৌথ উদ্যোগে দোল উৎসব অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুর শহরের শোভারামপুরে সাহাপাড়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দোল উৎসব পালন করা হয়েছে । অনুষ্ সভাপতি গুরুদাস সাহা, সাধারণত সম্পাদক প্রসাদ সাহা, সার্বিক তত্ত্বাবধায়নে অসীম কুমায় সাহা ও অরুপ সাহা।
এই দোল উৎসব উপলক্ষে শনিবার বিকাল ৪টায় সাহাপাড়া মন্দির হতে একটি র্যালী বের হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় ইসকন মন্দির গিয়ে শেষ হয়।
র্যালীতে স্থানীয় সনাতন ধর্মের নারী,পুরুষ ও শিশুরা অংশনেন ।
দোল উৎসবে অংশ নেওয়া সাংবাদিক আশিষ পোদ্দার বিমান সম্পাদক দৈনিক গণসংহতি, ফরিদপুর জেলা প্রতিনিধি মোহনা টেলিভিশন জানান পুরোনো দিন কে বিদায় জানিয়ে নতুন আগমনের দিনকে শুভেচ্ছা জানিয়ে নতুন রঙ্গে মাতিয়ে পুরানো রাগ বির্ষজন দিয়ে নতুন মনে রাঙ্গিয়ে উঠতে পারি সেই লক্ষে এই দোল যাত্রা।
Leave a Reply