মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ‘ফরিদপুর চিনিকলে’র আখচাষীদের রোপা আখচাষী ও পদ্ধতিগত মুড়ি আখচাষীদের আর্থিক সহায়তা হিসেবে সিউর ক্যাশের মাধ্যমে ভুর্তকির টাকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে চিনিকলে কর্মরত ও আখচাষী আবুল বাসার ও কাজল বসুর হাতে নগদ টাকা তুলে দিয়ে ভুর্তকি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারী। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মো. রফিকুল ইসলাম,শ্রমজীবী ইউনিয়নরে সাধারন সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি কাজল বসু,ডিজিএম(সম্প্রসারন) আবুল বাশার, সিপিও প্রবীর মল্লিক,উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমানসহ চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোট ৩ হাজার ৭ শত ২০ জন আখচাষীদের সিউর ক্যাশের মাধ্যমে ৬৯ লক্ষ ৮৪ হাজার টাকা প্রদান করা হবে। এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টায় মধুখালীতে অবস্থিত‘ফরিদপুর চিনিকলে’ আখের পোকা দমন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৩ ও ২১ নং ইউনিটের
Leave a Reply