সালথা সংবাদদাতাঃ ফরিদপুরের সালথা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় কৃষকদের বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষের জন্য উপজেলার ৮টি ইউনিউনের ২৫৬ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ প্রকার সবজি বীজ ও চাষাবাদের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বীজ বপন জৈব সার ও রাসায়নিক সার সবজি ক্ষেত রক্ষায় বেড়া বাবদ মোবইল এ্যাকাউন্টের মাধ্যমে ১ হাজার নয় শত পঁয়ত্রিশ টাকা করে প্রদান করা হবে।
২৮ জুন রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সবজি বীজ ও চাষাবাদের অর্থ সহায়তা প্রদান বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ওদুদ মাতব্বর। তিনি বলেন, ইতিমধ্যেই আপনারা জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কোথাও কোনো খালি জমি পতিত রাখা যাবে না। সেদিক থেকে আমাদের সালথা উপজেলা একটি কৃষি নির্ভরশীল এলাকা। তাই চাষাবাদের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে এবং আমাদের উপজেলার পক্ষ থেকেও সর্বাত্মক সাহায্য সহযোগিতা আপনারা পাবেন ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে সকল জমি খালি পরে রয়েছে সেখানে সবজি বিজ চাষের জন্য সবজি বীজ বিতরণ করা হলো, এতে নিজেদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে বাজারে ও বিক্রি করা সম্ভব। এছাড়াও করোণার স্বাস্থ্য সচেতনতা ও সংক্রমণ রোধে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসারও কৃষিবিদ জীবাংশু দাস, উপসহকারী কৃষি অফিসার স্বপন কুমার পাল, গট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ
Leave a Reply