রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি:
রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২-৩০ মিনিটের দিকে নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ পারভেজ খানের সভাপতিত্বে নতুন কমিটি ঘোষণা,
গঠন উপলক্ষে কলেজ ক্যাম্পাস হতে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্টচত্বরে সংক্ষিপ্ত পথ সভার অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রাজেন্দ্র কলেজ শাখার নবগঠিত ছাত্রদল কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরন করে নেন। তারা বলেন আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্রদলের নেতা কর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply