ফরিদপুরে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরবাসীর ব্যানারে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ,
সাবেক সদস্য সচিব সোহেল রানা, মাহবুবুর রহমান, মিন্টু মিয়া ,
জনি বিশ্বাস , নিলুফার ইয়াসমিন, সাইফুল ইসলাম , সালমান রহমান পিয়াল প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান।
বক্তারা বলেন যে লোকটি সারা জীবন ইনসাফের কথা বলেছেন , মানুষের ভালো চেয়েছেন আজ তার হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে । এটা অনেক লজ্জার।
আর তাই আগামী ১২ ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে পূর্বে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
তা না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয় । অনুষ্ঠানে পরবর্তী পর্বে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। এ সময় তারা অবিলম্বে শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান প্রদান করেন ।
Leave a Reply