ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আত্ম-অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ ৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের জসীমউদ্দিন হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ হাসান বিন মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম,ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,ডায়াবেটিস সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ সামাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান,পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো : বিলায়েত হোসেন, বাংলাদেশ মুখ ও বধির সংস্থার সভাপতি শামসুল ইসলাম আল বরাটি।
সভা পরিচালনা করেন ফরিদপুর শহর সমাজ সেবা অফিসার এ এস এম সুজাউদ্দীন রাসেদ।
Leave a Reply