ফরিদপুর ৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের যাচাই-বাছাই সম্পূর্ণ, ৫ জনের মনোনয়নপত্র বাতিল
বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন)) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই-এ প্রার্থীরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই এ ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থীদের মনোনয়নপত্র পর্যায়ক্রমে যাচাই-বাছাই এ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস ও জেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া সংশ্লিষ্ট আসনের প্রার্থী বিএনপির শহিদুল ইসলাম বাবুল, জামায়াতের সরোয়ার হোসেন সহ অন্য প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ৩জন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গরমিল থাকা, খেলাফত মজলিসের প্রার্থীর বিদ্যুৎ বিল জমা না দেওয়ায় ও গণধিকার পরিষদের প্রার্থীর কাগজপত্রের ত্রুটি থাকায় মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply