ফরিদপুর ১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের যাচাই-বাছাই সম্পূর্ণ, ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত, ২ জন আলোচনায়
বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের যাচাই-বাছাই অংশ নিয়ে ১৫ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত, ২ জন আলোচনায় রয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই-এ প্রার্থীরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই এ ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত, ২ জন আলোচনায়। প্রার্থীদের মনোনয়নপত্র পর্যায়ক্রমে যাচাই-বাছাই এ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস ও জেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া সংশ্লিষ্ট আসনের প্রার্থী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতের মোঃ ইলিয়াস মোল্লা সহ অন্য প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গরমিল থাকা, বিএনপি, জামায়াত প্রার্থী সহ ৬ জনের স্থগিত ও ২ জনের আলোচনায় রাখা হয়েছে। এর মধ্যে স্থগিত হওয়া প্রার্থীদের আজ বিকাল ৪ টার মধ্যে কাগজপত্র রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। আর এসব কাগজ জমা দিলে তাদের প্রার্থিতা বহাল হবে বলে জানানো হয় যাচাই-বাছাই এ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply