ফরিদপুরের সদরপুরে বিএনপিতে যোগ দিয়েই বিএনপি’র নেতা কর্মীর ১০/১২টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিএনপিতে যোগ দিয়েই বিএনপির ১০/১২ জন নেতা কর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতরাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গ্রাম্য আধিপত্য নিয়ে বাড়ি ঘরে হামলা চালায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা। এ সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ ১০-১২টি বিএনপির সমর্থিত বাড়িতে হামলা ও লুটপাট করে। এ সময় তাদের বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন।
বাড়িঘরে হামলা লুটপাটের শিকার হওয়া ব্যক্তিরা জানান, যারা তাদের বাড়ি-ঘরে লুটপাট ও হামলা চালায় তারা কদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়। যোগ দিয়েই তারা বিএনপি’র নেতাকর্মীর বাড়িতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল ঘটনার পরপরই আমরা খবর পেয়ে পুলিশ পাঠায়। এখনও তারা অভিযোগ দেয়নি অভিযোগে গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply