ফরিদপুর শহরের আলীপুর ব্রীজের উপর হতে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুর শহরের আলীপুর ব্রীজের উপর হতে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। শনিবার সকাল ১১ টার সময় সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বোম ডিসপোজাল টিমের সহযোগিতায় আলীপুর ব্রীজের রেলিং এর উপর হতে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ব্যাটারী যুক্ত বোমা সাদৃশ্য ওই বস্তুুটি উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত বোমা সাদৃশ্য বস্তুুটি স্থানীয় বির্সজন ঘাট এলাকায় নিষ্ক্রিয় করনের জন্য রাখা হয়েছে। এই খবরে এলাকায় উৎসুক সাধারণ মানুষ ভিড় করে রেখেছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমীর হোসেন বলেন, শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা সেখানে যায়। এরপর তাদের বোম ডিসপোজাল টিমের সহযোগিতায় আলীপুর ব্রীজের রেলিং এর উপর হতে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ব্যাটারী যুক্ত বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত বোমা সাদৃশ্য বস্তুুটির কারণে যাতে দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য বির্সজন ঘাট এলাকায় নিষ্ক্রিয় করনের জন্য রাখা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করেছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply