বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত ১০
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে জুট মিলের শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০জন। আহতদের মধ্যে ৫ জনকে ফরিদপুর পাঠানো হয়েছে। ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকট রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক-আপকে ধাক্কা দেয়। পিক-আপটি দুমড়ে মুচড়ে পাশে পড়ে যায়।
এ দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হয়। এ ঘটনায় গুরতর আহত ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ মো আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply