1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত ১০ অবশেষে‌ বিস্ফোরিত ‌ ‌করা হলো সেই বোমাটিকে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‌ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ফরিদপুর শহরের আলীপুর ব্রীজের উপর হতে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার ফরিদপুরে ‌ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ‌ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ চরভদ্রাসনে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত মালামাল ধ্বংস ও জরিমানা করা হয় মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ “আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে” সদরপুরে নিরাপত্তা ঝুঁকি: যৌথবাহিনীর অভিযানে বেড়িয়ে এলো বোমা ও গুলিভর্তি পিস্তল
শিরোনাম :
চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত ১০ অবশেষে‌ বিস্ফোরিত ‌ ‌করা হলো সেই বোমাটিকে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‌ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ফরিদপুর শহরের আলীপুর ব্রীজের উপর হতে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার ফরিদপুরে ‌ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ‌ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ চরভদ্রাসনে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত মালামাল ধ্বংস ও জরিমানা করা হয় মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ “আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে” সদরপুরে নিরাপত্তা ঝুঁকি: যৌথবাহিনীর অভিযানে বেড়িয়ে এলো বোমা ও গুলিভর্তি পিস্তল

চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬ Time View

চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

চরভদ্রাসন প্রতিনিধি:

চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে, সক্রিয় চোরচক্রের ৬ সদস্যকে চোরাই মাল সহ গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। চরভদ্রাসন থানার মামলা নং ০২, তারিখ ২৫/১১/২০২৫ ইং ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১১ টা থেকে বুধবার (১১ জানুয়ারি) ভোর ০৪ টা পর্যন্ত পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে ঢাকা জেলার- দঃ কেরানীগঞ্জ ও আশুলিয়া থানা এলাকা হতে চোরচক্রের ৬ সদস্যকে চোরাই মাল (স্বর্ণ) সহ উদ্ধার করে চরভদ্রাসন থানা পুলিশ।

“আজমীর হোসেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদপুর, এর সার্বিক তদারকী। ও “আনোয়ার হোসেন- অফিসার ইনচার্জ চরভদ্রাসন । এর নির্দেশনায় “এস.আই রফিকুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অত্র মামলার বাদী আঙ্গুর এর মেয়ে নুসরাত জাহান বৃষ্টি (২১) এর বিবাহ উপলক্ষে বাদীর ঘরবাড়ী রং করার জন্য গত ইং ০৪/১১/২০২৫ তারিখ হইতে রং মিস্ত্রীরা কাজ করিতে আসে। বাদীর ঘরে রং এর কাজ করার সুবাদে রং মিস্ত্রীরা বাদীর সকল ঘরে অবাধে যাতায়াত করে। কাজ শেষের দিন ১৪/১১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় চরভদ্রাসন থানাধীন- নবীন বিশ্বাসের ডাঙ্গী সাকিনস্থ বাদীর বসতঘরের ভিতরে থাকা আলমারীর ভিতরে থাকা কাপড়- চোপড় এলোমেলো অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়া। বাদীর মেয়ে নুসরাত জাহান বৃষ্টি চিৎকার দেয়। তখন বাদীর মেয়ের ডাক- চিৎকারে বাদী, বাদীর স্ত্রী, বাদীর মা- সহ আশেপাশের প্রতিবেশীরা ছুটিয়া আসে। ঐ সময় বাদী তাহাদের উপস্থিতিতে বসতঘরে থাকা কাঠের আলমারীর ভিতরে কাপড়ের ভাজে ভ্যানিটি ব্যাগে পূর্বে রাখা স্বর্নালংকার খোঁজা- খুঁজি করেন।

কিন্তু উক্ত ভ্যানিটি ব্যাগের ভিতরে কোন স্বর্নালংকার ও নগদ টাকা পাওয়া যায়না । একই সময় রং মিস্ত্রীরাও নিখোঁজ। অনেক খোঁজা-খুঁজি করিয়াও তাহাদের কোন সন্ধান পাওয়া যায় না। চুরি যাওয়া স্বর্নালংকার ও টাকার মধ্যে নগদ ৮,০০০/(আট হাজার )-টাকা ও ভ্যানিটি ব্যাগের মধ্যে থাকা ১২ আনা ওজনের স্বর্নের ব্রেসলেট ০১টি, দেড় ভরি ওজনের হার ০১টি, ০১ ভরি, ওজনের কানের দুল এক জোড়া, ১২ আনা ওজন চেইন ০১টি, ০৮ আনা ওজনের স্বর্নের আংটি ০২টি,নাক ফুল ১টি, সহ যাহা সর্বমোট ওজন প্রাই ০৫ (পাঁচ) ভরি, অনুমানিক মুল্য ৯,৫০,০০০/-(নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নগদ টাকা সহ মোট = ৯,৬০,০০০/- (নয় লক্ষ ষাট হাজার) টাকা। বাদীপক্ষ ঘরে না থাকার সুযোগে সকাল অনুমানিক ১০.০০ ঘটিকা হইতে সন্ধ্যা ০৫.৪৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে কৌশলে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি করিয়া নিয়া যায় বলিয়া এজাহারে উল্লেখ করে।

জানাই সাইফুল সেক (২৭), পিতা- সেরজন সেক, সাং- উত্তর গোপিনাথপুর, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর। মামলার সন্ধিহান আসামী বাচ্চু ঘরামী (২২), পিতা- মোঃ দেলোয়ার ঘরামী, সাং- বড় কেশবপুর ফালু মাতুব্বরের কান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, এদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিজান পরিচালনা করে অন্যান্নদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
শাওন মুন্সি (২৫), পিতা- মৃত হালিম মুন্সি, সাং- পশ্চিম কুড়ালিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল, মিলন ইসলাম (৩০), পিতা- মোঃ খায়ের আলী, সাং- ময়দান দিঘী, থানা- ভাঙ্গুরা, জেলা- পাবনা, মোঃ শহিদুল ইসলাম (৫৩), পিতা- মৃত বাহার আলী, সাং- ১নং দুলগাছ, থানা- সদর, জেলা- লালমনির হাট, মোঃ ওয়াহিদ মুরাদ (৪৫), পিতা- মৃত আব্দুল কাদের, সাং- রহিম নগর, থানা- রূপসা, জেলা- খুলনা।

“চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত চোরাই মালামাল সহ আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati