স্টাফ রিপোর্টার :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা গ্রাম থেকে ৬ হাজার ৪ শত পিছ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকাসহ দুই চিন্থিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ ঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মৃত মনির শেখের ছেলে মোঃ মুকুল শেখ ও একই এলাকার মোঃ রশিদ মোল্লার ছেলে মোঃ সবুজ মোল্লা।
শনিবার দিবাগত মধ্যরাতে তাদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার চিন্থিত মাদক কারবারি মুকুল ও সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তাদের হেফাজতে থাকা মাদক ওমাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে। এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ওই দুই আসামীর নামে আগেও একাধিক মামলা আছে।
Leave a Reply