ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি
ভাংগা প্রতিনিধি :
সদ্য সমাপ্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পদপ্রার্থী মো৷ মোখলেছুর রহমান সুমন।
শুক্রবার রাতে ওই প্রার্থী তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে ২৯ মে অনুষ্ঠিত ওই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের মদদে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে সাংসদের মনোনীত প্রার্থীকে জয়লাভ করানো হয়েছে উল্লেখ করে সরকারের কাছে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।
এ সময় তিনি জানান বিধি বহির্ভূতভাবে সাংসদ নির্বাচনে হস্তক্ষেপ করে নির্বাচনের ফলাফল তার প্রার্থীর পক্ষে নিয়েছেন। বিশেষ করে ১৭টি কেন্দ্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে উল্লেখ করে কমপক্ষে ওই সকল কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান এই প্রার্থী।
Leave a Reply