ফরিদপুরে জামায়তের কার্যালয় হতে ১২ টি ককটেল ও উস্কানিমূলক মূলক বই উদ্ধার করেছে পুলিশ
শহর প্রতিনিধি
ফরিদপুর জামায়তের কার্যালয় হতে ১২ টি ককটেল উস্কানিমূলক মূলক বই ও সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ ।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌনে ৩ টার দিকে শহরের চকবাজার এলাকার ওই কার্যালয়ে অভিযান শুরু হয়। এসময় ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম জানান গতকাল বুধবার রাতে তাকবীর নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়। এ সময় ১২ টি ককটেল উস্কানিমূলক বই ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান সহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply