খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিলারশীপ দেওয়ার লটারী অনুষ্ঠিত।ব্যাবসা প্রতিষ্ঠান বা গোডাউন না থাকলেও পেলেন ডিলারশীপ
বিশেষ প্রতিনিধি:
গত ২৯ জুন রবিবার ফরিদপুর খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিলারশীপ দেওয়ার লটারী সদর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরসাত জাহানের নেতৃত্বের অনুষ্ঠিত হয়। উক্ত লটারীতে নর্থ চ্যানেল ইউনিয়নের মোহনমিয়ার হাটের ডিলারশীপ পান আফছার শেখ, পিতা- শেখ আলা, গ্রাম- কবিরপুর, দুদু মাতুব্বরের ডাঙ্গী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর। উক্ত আফছার শেখের ঐ অঞ্চলে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা গোডাউন নাই মর্মে অভিযোগ করেন একই এলাকার শেক উসমান এর পুত্র আকমাল শেখ। তিনি নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা পরিষদ, ফরিদপুর বরাবরে লিখিত অভিযোগ করেন যে, আফছার শেখের কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই তাছাড়া তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তাছাড়া খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ পরিদর্শনে গেলে তিনি কোন ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন দেখতে পান নাই। এমনকি তিনি সাধারণ ব্যবসায়ী না হয়েও ভুয়া কাগজপাতি দিয়ে অবৈধভাবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে উক্ত লটারীতে অংশগ্রহণ করেছে। যাহা সম্পুর্ণ বেআইন বা অবৈধ হিসেবে প্রতিয়মান হয়। আকমাল বিষয়টি সরেজমিনে পুনরায় তদন্ত পূর্বক আফছার শেখের ট্রেড লাইসেন্স এবং লটারীতে প্রাপ্ত ডিলারশীপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে ফরিদপুর খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, যদি কেউ জালিয়াতি করে লটারীতে অংশগ্রহণ করে থাকে তাহলে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিলারশীপ নিয়োগের সভাপতি ইরসাত জাহান জানান, কারো সংশ্লিষ্ট এলাকায় দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান না থাকলে তার তো লটারীতে অংশগ্রহণ করার সুযোগ থাকার কথা নয়, কারন এটা যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই লটারীতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। আমরা ৩ (তিন) জন করে লটারীতে নাম নিয়েছি। যদি কেউ অনিয়মভাবে লটারীতে অংশগ্রহণ করে থাকে তাহলে তদন্ত করে দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিকে ডিলারশীপ দেওয়া হবে। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত আফছার শেখের সাথে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গিয়ে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তিনি ডায়াবেটিক হাসপাতালে চাকরী করেন বলে প্রমাণ মিলেছে।
Leave a Reply