সদরপুরে পরিত্যক্ত ডোবায় মিললো যুবকের লাশ
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রাম এলাকায় আজ (১৪ই জানুয়ারী) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশের একটি পরিত্যক্ত ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৪০থেকে ৪৫ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। লাশের শরীরের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ জানিয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অজ্ঞাত মামলা দায়ের করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply