নিজস্ব প্রতিনিধি
দেশজুড়ে চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরের ২০১৯-২০২০ এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়া হবে ১৫/১০/২০২০ তাং হতে।
২০১৯ -২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর।
১)পরীক্ষা শুরুর তারিখ ১৫/১০/২০২০ খ্রিস্টাব্দে।
২) সকল পরীক্ষা অনলাইনে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
৩) কলেজ Facebook Page এ (https//www.facebook.com/govtsardasundarimohilacollege) পরীক্ষার রুটিন পাওয়া যাবে।
৪) অনলাইন পরীক্ষা Google Form – এর মাধ্যমে নেওয়া হবে। এজন্য পরীক্ষার রুটিন অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পূর্বে প্রদান করা হবে।
৫) পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় Smart Phone /Computer ( ইন্টারনেট সংযোগসহ) ব্যবস্থা করতে হবে।
Google Form ব্যবহার করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর Gmail-এ Account থাকতে হবে।
Leave a Reply