জনগনের স্বার্থের বাইরে কারো স্বার্থ দেখবো না-
জেলা প্রশাসক ফরিদপুর
শহর প্রতিনিধি:
জাতীয় স্বার্থ, স্থানীয় স্বার্থ ও জনগনের স্বার্থের বাইরে কারো স্বার্থ আমরা দেখবো না। ফরিদপুর শহর রক্ষাবাঁধের পদ্মা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু কাটার ফলে জাতীয় স্বার্থ ও স্থানীয় স্বার্থ সব রকম স্বার্থ এখানে ক্ষুন্ন হচ্ছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের ব্লক ফেলে বাঁধ দেওয়া হয়েছে, এই বালু কাটার ফলে আমরা দেখলাম এই শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। আজ থেকে এই এলাকায় আর কোন বালু, মাটি কাটা কর্মকান্ড চলবে না। যদি এই কাজে কেউ জড়িত হন, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে শহর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে ভরাট বালু কাটার অভিযোগে সরেজমিনে জেলার শীর্ষপদের কর্মকর্তারা শহরের ধলার মোড় ও আশেপাশের পদ্মা নদীর চর এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা অভিযোগটি শুনে সরেজমিনে দেখতে এসে অভিযোগের সত্যতা পেয়েছি। প্রশাসন এর জন্য কাজ করবে, পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে স্থানীয়দের দায়িত্ব রয়েছে। তারা আমাদের এই ভূমি খেকু, মাটি খেকু তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগীতা করে তবে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। আমরা চাই সকলে মিলে মিশে দেশটা সুন্দর থাকুক, ফরিদপুর ভালো থাকুক।
শহর রক্ষা বাঁধের পদ্মানদী এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ^াস, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ হোসেন, কৃষি বিভাগের উপ পরিচালক শাহিদুজ্জামানসহ জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ধলার মোড়ে রাতের অন্ধাকারে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রতিনিয়তই আমরা অভিযোগ পায়। আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তর এই নিয়ে কয়েকদিন ধরে আলোচনা করছিলাম। দেখলাম ঘটনা সঠিক, শহর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই মিলে এসেছি এবার স্থায়ীভাবে এই বালু কাটা বন্ধ করতে পারবো।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ড ১৬৫ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে দশ কিলোমিটার বেরিবাঁধ নির্মান করা হয়েছে। এখানে এখন চর জেগে গেছে, এখন এটা রক্ষণাবেক্ষনের দায়িত্ব আমাদের। এটাকে যদি টিকিয়ে না রাখতে পারি তবে আগামীতে ফরিদপুর শহর প্লাবিত হতে পারে। এই যে অবৈধ বালু কাটার ফলে অপূরনীয় ক্ষতি হয়ে গেছে, এতে এইবার বর্ষায়ও ভাঙ্গনের ঝুঁকি বেড়েছে। এখন সবাই একযোগে কাজ করছি আশাকরি এটা আর বৃদ্ধি পাবে না।
প্রসঙ্গত, প্রতিবছর শীত মৌসুমে নদী পাড়ের স্থানীয় প্রভাবশালীরা পদ্মা নদী থেকে দিন রাত ড্রেজার ও বেকু মেশিন দিয়ে ভরাট কেটে বিক্রি করে। এতে পদ্মানদী পাড়ের মানুষের ভাঙ্গন আতংকসহ ফরিদপুর শহর রক্ষাবাঁধের সাড়ে দশ কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে।
অবৈধ বালুর ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বিগত সরকার দলীয় কয়েক প্রভাবশালী নেতা। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন তারা অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। আর এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি নদী পাড়ের মানুষ। মাঝে মধে্য দু চারদিন বন্ধ থাকলেও ফের বালু কাটা শুরু হয়। এভাবে বালু কাটা বন্ধ চালু খেলা চলে আসছে বছরের পর বছর। বিগত সরকার পরিবর্তনের পর আবার নতুন রূপের দিন রাত শুরু হয় এই বালুকাটা।
Leave a Reply