ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি:
আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়,, এই প্রতিপাদ্য কে সামনে রেখে
ফরিদপুরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১:৩০ টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিনি নারী কল্যাণের সংস্থার সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, হিরুননাহার বেগম,
ওমেন ওরিয়েন্টেশন এন্ড রুরাল লাইফ ডেভেলপমেন্টের সদস্য অ্যাডভোকেট রুহি শামসাদ আরা,
শাপলা মহিলা সংস্থার সদস্য নার্গিস বানু, অ্যাডভোকেট শামসুন্নাহার, আসমা আক্তার মুক্তা, এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন “জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীরা কার্যকর অংশগ্রহণ করতে পারে না। নারীদের মতামত প্রদান বা ভূমিকা রাখার তেমন কোনো সুযোগ থাকে না। নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কাগজে, স্লোগানে ও বক্তৃতায় সীমাবদ্ধ থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে। ঘরে, বাইরে ও কর্মস্থল সহ সর্বক্ষেত্রে নারীকে সুরক্ষা দিতে হবে। বাল্যবিবাহ এবং ধর্ষণের ঘটনাগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি এর উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
নারীদের সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে।”
Leave a Reply