কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুরে মশাল মিছিল অনুষ্ঠিত
শহর প্রতিনিধি:
কেন্ত্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কারা মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার রাতে শহরের আলীপুর গোরস্থান মসজিদের সামনে আনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শহিদুল ইসলাম বাবুলের মুক্তি না দিলে তারা বৃহত আন্দোলনের মধ্য দিয়ে ববুলের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে ঘোষনা দেন।
পরে সমাবেশ স্থল থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply