নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে
জামায়াতে ইসলামীর একাধিক পথসভা অনুষ্ঠিত
চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওঃ মোঃ সরোয়ার হোসাইন রোববার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে কয়েকটি পথসভা শেষে রাতে চরভদ্রাসন উপজেলার পইলট হাই স্কুল প্রাঙ্গনে এক পথসভা করেছেন। এ পথসভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওঃ এনামুল কবির। এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এসএম শাহজাহান।
পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর উলামা বিভাগের সভাপতি হাফেঃ মোঃ নুরুজ্জামান, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মোঃ ফরিদুল হুদা, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক মোঃ কাউছার খান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওঃ আতিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সেক সোলাইমান, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওঃ মহোব্বত হোসেন, ও শ্রমিক কল্যান ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ আইয়ুব শিকদার প্রমূখ।
এ পথ সভায় জামায়াত প্রার্থী মাওঃ মোঃ সরোয়ার হোসাইন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,‘ আমরা ঘরে ঘরে শান্তি পৌছে দেওয়ার জন্য নির্বাচনের মাঠে নেমেছি। তিনি বলেন, আমরা সন্ত্রাস, চুরি ডাকাতি, রাহাজানি ও লুটপাটের শিকর উপড়ে ফেলে কোরানের বাংলাদেশ গড়তে চাই। আমরা কোরানের সংসদ চাই, কোরান ভিত্তিক সমাজ গড়তে চাই। তিনি আরও বলেন, বিগত দিনের জাতির গ্লানি মুছে দিয়ে আমরা আল্লাহ ও রাসুলের আদর্শ মতো এক নতুন বাংলাদেশ গড়তে চাই। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র আপনাদের সমর্থন পেলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ভোট বিপ্লব ঘটাতে পারবো। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান”। এছাড়া বক্তারা খালেদা জিয়ায় সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেন।
Leave a Reply