ফরিদপুরে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি চলছে
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি পালন চলছে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই তারা স্ব স্ব উপজেলায় এই কর্মবিরতি শুরু করে।
মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলা চত্বরে কর্মবিরতি পালনে উপস্থিত ছিলেন, আব্দুল আলিম, মোঃ মুজিবুর রহমান, মালেকা বেগম, মোঃ জাকির হোসেন, দেলোয়ারা বেগম, মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ।
এসময় তারা বলেন, আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের একটাই দাবি নিয়োগবিধি-২০২৪ অতিদ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে আমরা ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার কাছে স্মারক লিপি প্রদান করেন।
উল্লেখ্য, নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ঘোষণার মঙ্গলবার ছিল প্রথম দিন। এতে জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা যোগ দেয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ কর্মীদের এ কর্মবিরতি চলবে। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এতে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা উপস্থিত ছিলেন।
Leave a Reply