ফরিদপুরে সুতা নালী খাল দখলমুক্ত করে খনন করার জন্য স্মারক লিপি প্রদান
শহর পতিনিধি ঃ
বাংলাদেশ কৃষি সমিতি ফরিদপুর সদর উপজেলার নেতৃবৃন্দ ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুরোস্থ ভুবনেশ্বর নদ ও মাচ্চর ইউনিয়নের খলিলপুরস্হ কুমার নদের সংযোগ খাল (সুতা নালী খাল) দখল মুক্ত করে খননের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় বক্তারা বলেন গত পাঁচ ছয় বছর কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ব্যক্তি দ্বারা জলাবদ্ধতায় কৃষকের প্রায় ২০০০ একর জমির ফসল নষ্ট হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার কৃষক। যার আর্থিক মূল্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন ভুক্তভোগী কৃষক । অতি দ্রুত খাল খনন করে কুড়ি গারা বিল, টেংরামারা বিল, বাঁশ গাড়ি খাদ, আধারমারা বিল ও তলাপত্তর বিল রক্ষার মাধ্যমে কৃষি, কৃষক ,প্রান- প্রকৃতি, জীব -বৈচিত্র্য বাঁচাতে প্রশাসনের সহায়তার প্রার্থনা করেন । সরকারি খাল দখল-কারিদের কে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু,
ফরিদপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নূর আব্দুল্লাহ সাঈদ দারা ,ঈশান গোপালপুর ইউনিয়ন কমিটির সভাপতি জাহানারা বেগম ও চাঁদপুর গ্রাম কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনা মল্লিক , সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সেক এবং বাংলাদেশ কৃষক সমিতির ফরিদপুর জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply