ফরিদপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা, পদমর্যাদা ১০ম গ্রেড উন্নীতকরণসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা সাড়ে দশটা থেকে আধাঘন্টা ধরে মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল স্মারক লিপি গ্রহন করেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনেক আগে নেয়া হলেও বিভিন্ন কারণ দেখিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে না। তারা অবিলম্বে এ দাবী বাস্তবায়ন না করা হলে বৃহত্তর কর্মসূচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply