ফরিদপুর চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন
“চিনিকল আখ গ্রহনের ২৪ ঘন্টার মধ্যে চাষিদের পুর্জি দেওয়া হচ্ছে”
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর চিনিকলের ৫০ তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মধুখালীতে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে শুক্রবার বিকাল ৪ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও রওশনা জাহান, চীফ ক্যামিস্ট আনিচুল আজম প্রমুখ।
চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান,এ মৌসুমে মাঠে ৪ হাজার ৭শত ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ মেঃটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫ হাজার ১শত ৬০ মেঃটন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সরকার চিনি শিল্পকে এগিয়ে নিতে নানা প্রদক্ষেপ গ্রহন করেছেন। চিনি কলগুলো আধুনিকায়নে জন্য চিনি উৎপাদনকারি উন্নত দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি, শুধু তাই নয়, আখ চাষিদের কথা বিবেচনায় রেখে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোন রকম ভোগান্তি ছাড়াই চাষীরা তাদের পুর্জি পেতে পারে।
Leave a Reply