ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পের। আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এবং মরহুম কামাল ইবনে ইউসুফ এর কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী আমের ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ, বিশিষ্ট চিকিৎসক ডঃ মুস্তাফিজুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পে ২০ জন চিকিৎসক সাধারণ রোগীদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা সেবা দান করেন।
এছাড়া মেডিসিন ও বাত ব্যথা চিকিৎসা, গাইনি ও শিশু সেবা, প্যাথলজি পরীক্ষা, বিনামূল্য ও ওষুধ ও চশমা বিতরণ, করেন। এ সময় ফরিদপুর শহর শহরতলী বিভিন্ন এলাকা থেকে রোগীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আল আকসা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার আলিপুর ও লায়ন আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল আগারগাঁও ঢাকা।
Leave a Reply