সদরপুরে নিরাপত্তা ঝুঁকি:
যৌথবাহিনীর অভিযানে বেড়িয়ে এলো বোমা ও গুলিভর্তি পিস্তল
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি গুলি ভর্তি পিস্তল ও ৪টি সক্রিয় হাতবোমা (ককটেল) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলা পরিষদের বালুরমাঠ সংলগ্ন পরিত্যক্ত আদালত ভবন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় একটি পরিত্যক্ত টয়লেটের মধ্যে থেকে একটি জাপানী তৈরি গুলিভর্তি পিস্তল ও চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা নিষ্কিয় করার কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে অভিযানের পর কিছুটা আতঙ্ক বিরাজ করলেও যৌথবাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন ও সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে সংবাদ পেয়ে ছুটে আসেন।
এব্যাপারে সদরপুর থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ।
উল্লেখ্য, একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম, অন্যদিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফ এর অনুষ্ঠান চলছে। অন্যদিকে আগামী ১০জানুয়ারী ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উরস কে কেন্দ্র করে লাখ লাখ জাকেরান সমবেত হচ্ছেন। উপজেলা সদরের প্রানকেন্দ্র এমন ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন মহলে হঠাৎ অস্ত্র ও বোমার উপস্থিতি নিয়ে প্রান সংশয়ের উদ্যোগও জানিয়েছেন।
Leave a Reply