1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত মালামাল ধ্বংস ও জরিমানা করা হয় মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ “আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে” সদরপুরে নিরাপত্তা ঝুঁকি: যৌথবাহিনীর অভিযানে বেড়িয়ে এলো বোমা ও গুলিভর্তি পিস্তল ফরিদপুরের সদরপুরে বিএনপিতে যোগ দিয়েই বিএনপি’র নেতা কর্মীর ১০/১২টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দর দেশনেত্রী বেগম খালেদাজিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ঘন কুয়াশা উপেক্ষা করে চর অঞ্চলে ইউএনওর কম্বল বিতরণ। ফরিদপুর ১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের যাচাই-বাছাই সম্পূর্ণ, ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত, ২ জন আলোচনায় একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র পায়নি দুস্থরা ফরিদপুরে মরহুম ‌‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম :
চরভদ্রাসনে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত মালামাল ধ্বংস ও জরিমানা করা হয় মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ “আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে” সদরপুরে নিরাপত্তা ঝুঁকি: যৌথবাহিনীর অভিযানে বেড়িয়ে এলো বোমা ও গুলিভর্তি পিস্তল ফরিদপুরের সদরপুরে বিএনপিতে যোগ দিয়েই বিএনপি’র নেতা কর্মীর ১০/১২টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দর দেশনেত্রী বেগম খালেদাজিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ঘন কুয়াশা উপেক্ষা করে চর অঞ্চলে ইউএনওর কম্বল বিতরণ। ফরিদপুর ১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের যাচাই-বাছাই সম্পূর্ণ, ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত, ২ জন আলোচনায় একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র পায়নি দুস্থরা ফরিদপুরে মরহুম ‌‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ “আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে”

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮ Time View

মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ
“আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে”

বিশেষ প্রতিনিধি:

“নদী ভাঙনের শিকার হইছি কয়েকবার। শীত নামলে আমাগেরে জীবন থাইমা যায়। রাইতে ঘুম অয় না, গাও ঠান্ডায় শক্ত হইয়া যায়, কালাইয়া আসে। ঘরে আলো নাই, পাটখড়ির বেড়ার ফাহা দিয়া বাতাস ঢুইকে পড়ে। পুরান কাপড় দিয়া কত আর ঢাকমু? আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে।
প্রথম আলো ট্রাস্টের কম্বল হাতে পেয়ে পরম মমতাভরা মুখে এ কথাগুলো বলেন ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সরদারেরকান্দি গ্রামের বাসিন্দা রাহেলা বিবি (৮৭)।
শুধু রাহেলা বেগমই নয়, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৩৫ জন হত দরিদ্র শিশু-নারী ও পুরুষ-বৃদ্ধের হাতে কম্বল তুলে দেয় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
কম্বল হাতে পেয়ে কুদ্দুস মোল্লারকান্দি গ্রামের বাসিন্দা মুনছুরা খাতুন (৮৩) বলেন, আমি তো এহন ঠিকমতো দাঁড়াইতেও পারি না। শীত আইলে হাঁটু ব্যাথা করে, বুক ধইরা আসে। আগুন জ্বালাইয়া গা সেঁকি, তাও ঠান্ডা যায় না। আজ কম্বলটা পাইয়া আল্লাহরে ডাক দিছি। আইজ কম্বলডা নিচি দিলে ওম হবেনে। যারা আইসা দিছে, আল্লাহ যেন তাদেরে সুস্থ রাহে।
শিকদারকান্দি গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৫৪) বলেন, এই চরে থাকলে মানুষরে মানুষ মনে করে না অনেকেই। আপনারা আগে আমাগো খোঁজ নিছেন, পরে ঠিক মতো কম্বল দিছেন। এইডা আমাগের কথা কোনদিন ভুলবো না।
দর্জিকান্দি গ্রামের বাসিন্দা আমেনা বিবি (৮৯) বলেন, শীত আইলে বুকডা ফাডে। রাইতে ঠান্ডায় ঘুম অয় না। আইজ এই কম্বল পাইয়া চোখে পানি আইছে। মনে হইছে আমরা এখনো মইরা যাই নাই, তোমাগো মত কেউ আমাগো কথা ভাবে। আইজ কম্বলটা পাইয়া মনে হইতেছে এই শীতটা ভাল কাটবেনে।
খলিফাকান্দি গ্রামের বাসিন্দা মতলেব শেখ (৮১) বলেন, শীত আইলে বুড়া শরীর একদম নরম অইয়া যায়।কম্বলডা কামেই লাগবেনে।
সরকার কান্দি গ্রামের বাসিন্দা সোহেল ফরাজী (৪২) বলেন, শীতে বাচ্চাগো কষ্ট দেইখা বুক ফাইটে যায়। আজ কম্বল পাইয়া মনে হইতেছেএই শীতে অন্তত একটু শান্তি পাইমু। ফরিদপুর থেইকা আইসা আমাদের পাশে দাঁড়াইছেন এইটা আমরা কোনোদিন ভুইলমু না।
উল্লেখিত গ্রামগুলি ছাড়াও ওই ইউনিয়নের মোল্লাকান্দি, দাফাকান্দি, মাদবরকান্দি, নন্দলালপুর, আদু মোল্লার ডাঙ্গীসহ ১৪ টি গ্রামের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কাক ডাকা ভোরে ফরিদপুর থেকে লেগুনায় কম্বলগুলো নিয়ে সদরপুরের শয়তান খালি ঘাট এলাকায় যায় বন্ধুসভার সদস্যরা। সেখান থেকে ট্রলারে করে পদ্মা নদী পাড় হয়ে কম্বল বিতরণের স্থান সদরপুরের দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়নের নন্দলালপুরে খেয়া ঘাটে এসে থাকে ট্রলারটি।
এই ইউনিয়নটি সম্পুর্ণ বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে।নদীতে নৌকা বা ট্রলার ছাড়া এখান থেকে বের হওয়ার উপায় নেই।এখানে প্রায় ১৩ থেকে ১৪ হাজার বাসিন্দা বাস করে।
দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আমার ইউনিয়নটি ফরিদপুরের মধ্যে দূর্গম একটি ইউনিয়ন। এই শীতে সরকারিভাবে যে কম্বল আসে তা দিয়ে এখানকার চাহিদা মিটে না। প্রথম আলো এখানে কম্বল বিতরণের জন্য বেছে নেওয়ায় কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি এটা বলতে চাই যে এই কম্বলগুলা সত্যিকারের অভাবী মানুষ পেলো। এই দুর্গম এলাকায় কোনও ব্যাক্তি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে কম্বল বিতরণ হয় না। এ এলাকাটি মূল ভুখন্ড থেকে এত দূরে যে ঘন্টা ট্রলার পাড়ি দিয়ে এখানে কেউ আসে না।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati