ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে চারটায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির এর হত্যার বিচারের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিক , যুগ্ন আহবায়ক মামুন ফরাজী, নসরুল মাহমুদ , প্রমূখ। বক্তারা অবিলম্বে সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের হত্যার সাথে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন ।
বক্তারা বলেন একটি চিহ্নিত মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছেন। তারা নির্বাচনকে বানচাল করতে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশ থেকে জানান। এর পূর্বে একটা বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছালে উক্ত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply