চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থা
চরভদ্রাসন প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -৪ সংসদীয় আসনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে।
ফরিদপুর ৪ আসনের মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যগণ নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন এবং পর্যাবেক্ষন করছেন। চরভদ্রাসন উপজেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিশেষ পয়েন্টে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকা গুলিতে স্থানীয় যান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর টহল ও অভিযান চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলে যৌথবাহিনীর অভিযান পরিচালনার ফলে এলাকা জুড়ে এখন স্বস্তির বিরাজ করছে। হাটবাজার গুলোতে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে । জনসাধারণের মধ্যে বেরেছে সচেতনতা। বেড়েছে হেলমেট এর ব্যবহার। কমতে শুরু করেছে অবৈধ ও বেপরোয়া যান চলাচল।
Leave a Reply