চরভদ্রাসনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আদালতে মামলা
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের আব্দুস ছালাম (৫০) এবং বালিয়া ডাঙ্গী গ্রামের সাজু মৃধা (৩০)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) রায়হান মৃধা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩/৫০৬/৪২৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর—চরভদ্রাসন সি.আর ১৫/২৬।
মামলার বাদী রায়হান মৃধা নিজেকে একজন ব্যবসায়ী পরিচয় দিয়ে বলেন, অভিযুক্ত আব্দুস ছালাম ও সাজু মৃধা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজের সাব-কন্ট্রাক্টর এবং বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করে আসছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি চরভদ্রাসন বাজার সংলগ্ন মাথাভাঙা এলাকায় তার চাচাতো ভাইয়ের পুকুরের পাড় সংস্কারের জন্য একটি ভেকু (খননযন্ত্র) ভাড়া করে আনেন। এরপর থেকেই অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী পরিচয়ে ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার কাছে ভেকু ও ট্রাক চালানোর জন্য নিয়মিত চাঁদা দাবি করতে থাকে।
একপর্যায়ে তাকে চরভদ্রাসন কামারপট্টিতে ডেকে নিয়ে মাটি ভরাট ব্যবসার নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক কিছু টাকা আদায় করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আনা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেন বাদী।
এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে রায়হান মৃধা বাড়ি থেকে বের হয়ে চরভদ্রাসন থানাধীন মাথাভাঙা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে রামদা ও লাঠিসোঁটা নিয়ে তার পথরোধ করে। এ সময় আব্দুস ছালাম তার গলায় রামদা ধরে হুমকি দিয়ে বলে, “চরভদ্রাসন থানার মধ্যে ব্যবসা করতে হলে আমাদের ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে।”
চাঁদা দিতে অস্বীকার করলে তাকে এ এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্তদের নির্দেশে ভাড়া করা ভেকুটি ভাঙচুর করা হয় এবং ইঞ্জিনের ভেতরে বালু ও পানি ঢুকিয়ে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়। এতে আনুমানিক ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়াও তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
বাদী রায়হান মৃধা জানান, বিভিন্ন সময় তাদের চাঁদাবাজির সংক্রান্ত কিছু ফোনকলের রেকর্ড তিনি পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন। এবং কল রেকড ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যেখানে তাদের চাঁদাবাজি কলাকৌশল এবং প্রমাণ দৃশ্যমান এ কল রেকর্ডের পরেও প্রশাসন তাদের ব্যাপারে কেন নিরব।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওরফে সাজু মৃধা একসময় চরভদ্রাসন উপজেলা মোটর শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং আব্দুস ছালাম মোল্যা তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তারা কিছু নামসর্বস্ব পত্রিকা ও অনলাইন পোর্টালের আইডি কার্ড ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, তারা জেলা ও উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন সাংবাদিকের লেখা সংবাদ চুরি করে ভুয়া অনলাইন পোর্টালে নিজেদের নামে প্রকাশ করতেন। তাদের বিরুদ্ধে একাধিক ভুয়া নিউজ পোর্টাল খুলে চুরি করা সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে।
তবে অভিযুক্ত সাজ্জাদ হোসেন সাজু মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি কখনো আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কেউ যদি কমিটিতে আমার নাম দিয়ে থাকে, সেটার দায় আমার নয়। আর আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,
“আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply