ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত -১৫
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় ট্রাকের চালক ও বাসের চালক গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শনিবার সকাল ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ফরিদপুর গামী সপ্তবর্না পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাট গামী একটি ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়। এসময় ট্রাকের চালক ও বাসের চালক গুরুতর আহত হয়। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের চালককে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি৷
এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই হাসান বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে। এঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সড়কের উপর থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি সরিয়ে নেওয়া হয়েছে হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।
Leave a Reply