1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ফরিদপুরের দুটি উপজেলার ভোট গ্রহন শুরু ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ফরিদপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর, সকল প্রস্তুতি সম্পন্ন নগরকান্দায় শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, অসুস্থ ১৫ শিক্ষার্থী ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ ভক্তবৃন্দের ঢল নিজের নিরাপত্তার ও এমপির প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ালেন সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে-রেল মন্ত্রী জিল্লুল হাকিম এমপি ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় আ- লীগ সমর্থীত প্রার্থীর পথসভায় হামলা, ৫টি গাড়ি ভাঙচুর আহত দুই নগরকান্দায় ‌স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে অগ্নিকাণ্ড সংগঠিত
শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ফরিদপুরের দুটি উপজেলার ভোট গ্রহন শুরু ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ফরিদপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর, সকল প্রস্তুতি সম্পন্ন নগরকান্দায় শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, অসুস্থ ১৫ শিক্ষার্থী ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ ভক্তবৃন্দের ঢল নিজের নিরাপত্তার ও এমপির প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ালেন সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে-রেল মন্ত্রী জিল্লুল হাকিম এমপি ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় আ- লীগ সমর্থীত প্রার্থীর পথসভায় হামলা, ৫টি গাড়ি ভাঙচুর আহত দুই নগরকান্দায় ‌স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে অগ্নিকাণ্ড সংগঠিত

আতংকে চীন-ভারতে এল বিধ্বংসী যুদ্ধবিমান-জানুন গতি ও ক্ষমতা-দেখুন ভিডিও

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ১৬৫৬ Time View
  • মাঝ আকাশেই জ্বালানি সংগ্রহ করছে রাফাল। ভারতীয় বায়ুসেনার তরফে এমনই ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। আম্বালা বায়ুসেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অর্ন্তভুক্ত করা হয়েছে রাফালগুলিকে।

কলকাতা প্রতিনিধিঃ  চীন-ভারত যুদ্ধের পারদ এখনো কাটেনি। মূলত, চিনের আগ্রাসী মনোভাব-কে সামনে রেখেই উপযুক্ত জবাব দিতে বায়ুসেনার হাতে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। আম্বালা বায়ুসেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অর্ন্তভুক্ত করা হয়েছে রাফালগুলিকে। এর ফলে ১৭ নম্বর স্কোয়াড্রন পুরজ্জীবিত হল। রাফালে আসায় ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন শক্তি বেড়ে ৩১ হল। ২০২২ সালে ৩৬টি রাফাল এসে পৌঁছলে স্কোয়াড্রন শক্তি হবে ৩২। তবুও অনুমোদিত ৪২-য়ে পৌঁছতে পারবে না বায়ুসেনার স্কোয়াড্রন শক্তি।

 

উল্লেখ্য, লাদাখ সীমান্তে চীন-ভারত দ্বৈরথে দু-পক্ষের সেনাদের ধস্তাধস্তি ও পাথর নিক্ষেপের কারনে ভারতের ১৬ জন ও চীনের ৪৩ জন সেনা শহীদ হয়েছেন। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে ভারতের স্বরাস্ট্র মন্ত্রক। ভারতীয় সেনার স্বক্ষমতাকে দ্রুত আরো বাড়াতে রাফালে হস্তান্তরে ফ্রান্স-কে রীতিমত চাপ প্রয়োগ করে ভারত। যার ফলশ্রুতিতেই, গতকালই ভারতে আকাশসীমা ও মাটি ছুয়েছে একই সাথে পাঁচটি বিধ্বংসী রাফালে যুদ্ধবিমান। এই ঘটনাকে কেন্দ্র করে যারপরনাই খুশি ভারত শ্বাসিত নরেন্দ্র মোদী সরকার।

ইলেকট্রনিক মিডিয়া, দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চুলচেরা বিশ্লেষন চলছে। তবে এটা অনস্বীকার্য, টানা দুই মেয়াদে ছয় বছর ধরে ক্ষমতায় থাকা মোদী সরকারের অন্দরে এই নিয়ে অন্যতম একটি সাফল্যের পালক যুক্ত হল। এই ঘটনায় ভারতের প্রদেশ শ্বাসিত আঞ্চলিক দল সহ বিরোধী দলগুলো কিছুটা হলেও নীরব ভূমিকা পালন করছে।

 

গতিবিধিঃ বিধ্বংসী রাফালেগুলোর সর্বোচ্চ গতি ১.৮ ম্যাচ। ৪.৫ প্রজন্মের অথ্যাধুনিক এই যুদ্ধবিমান দ্বিগুণ গতিতে গন্তব্যে পৌছতে সক্ষম। ইলেকট্রনিক যুদ্ধ, বিমান প্রতিরক্ষা, স্থল সমর্থন, তীব্রমাত্রায় প্রত্যাঘাতের মতো বহুমুখী সক্ষমতার কারণে রাফাল ভারতীয় বায়ুসেনাকে উৎকর্ষের শ্রেষ্ঠত্বে পৌঁছে দেবে।

 

চিনের পঞ্চম প্রজন্মের জে-২০ চেংদু জেটের সাথে তুলনা করা হচ্ছে ৪.৫ প্রজন্মের রাফালের। কিন্তু, প্রকৃত অর্থে জে-২০ এর লড়াইয়ের শক্তি পরীক্ষিত নয়। কিন্তু, রাফালের লড়াকু শক্তি ইতিমধ্যেই প্রমাণিত। রাফালের দক্ষতা আফগানিস্তান, লিবিয়া ও মালিতে দেখা গিয়েছে। ফ্রান্স এই তিন জায়গাতেই রাফাল যুদ্ধবিমান ব্যবহার করেছিল। এছাড়াও মধ্য প্রজাতন্ত্রী আফ্রিকা, ইরাক ও সিরিয়াতে ও অত্যাধুনিক যুদ্ধবিমান প্রয়োগ করা হয়। জে-২০ এর থেকে রাফাল অনেক বেশি পরিমানে জ্বালানী ও অস্ত্রশস্ত্র বহনে সক্ষম।

প্রতিটি রাফাল যুদ্ধবিমানে অস্ত্র রাখার জন্য ১৪টি করে মজুতদারি প্রকোষ্ঠ রয়েছে। বায়ু থেকে বায়ু ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রেও রাফালের জুড়ি মেলা ভার। সর্বোচ্চ গতিতে ১৯০ কেজি ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে ১০০ কিমির দৃষ্টির ঊর্ধ্বে (বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ) সক্ষম রাফাল। পাকিস্তান এফ-১৬ জেটে ব্যবহৃত আমরাম ক্ষেপনাস্ত্রের দৃষ্টির ঊর্ধ্ব রেঞ্জ ৭৫ কিমি। ডগফাইটের ক্ষেত্রেও এফ-১৬ জেটকে টেক্কা দেবে রাফাল।

 

বায়ু থেকে ভূমিতে ক্রুজ ক্ষেপনাস্ত্র ৩০০ কিমি রেঞ্জে ছুড়তেই সক্ষম রাফাল। এছাড়া দীর্ঘ সীমায় গভীরে আঘাত করতে পারে এর ক্ষেপনাস্ত্র।

 

ক্লোস কোয়ার্টার ডগফাইট ও বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জের জন্য রাফালের এমআইসিএ বায়ু থেকে বায়ু ক্ষেপনাস্ত্র ব্যবহার হয়ে থাকে। একেবারে শেষে রাফালের সঙ্গে হ্য়ামার যুক্ত বলে ভারত। বায়ু থেকে ভূমিতে নির্ভুল ক্ষেপনাস্ত্র নিক্ষেপেরে জন্য ফ্রান্স এটি তৈরি করেছে। ৭০ কিমি দূরত্বের মধ্যে বাঙ্কারের মত পোক্ত নির্মাণ ভাঙতে সক্ষম এটি।

 

রাফালের বৈশিষ্ট্য:

 

* উইঙ্গ স্প্যান – ১০.৯০ মিটার

* দৈর্ঘ – ১৫.৩০ মিটার

* উচ্চতা – ৫.৩০ মিটার

* ওভার অল এমটি ওয়েট – ১০ টন

* এক্সটার্নাল লোড – ৯.৫ টন

* ম্যাক্সিমাম টেক অফ ওয়েট – ২৪.৫ টন

* ফুয়েল (ইন্টারনাল) – ৪.৭ টন

* ফুয়েল (এক্সটার্নাল) – ৬.৭ টন

* ফেরি রেঞ্জ – ৩,৭০০ কিমি

* টপ স্পিড – সর্বোচ্চ উচ্চতায় ১.৮ ম্যাচ

* ল্যান্ডিং গ্রাউন্ড রান – ৪৫০ মিটার (১,৫০০ ফুট)

* সার্ভিস সেলিং – ৫০,০০০ ফুট

 

ভিডিও লিংকঃ https://youtu.be/HJ_6Dgn19fo

 

উল্লেখ্য, চীনের আগ্রাসী মনোভাবের যোগ্য জবাব দিতেই যে তড়িঘড়ি করে ফ্রান্স থেকে ভারত রাফালে নিয়ে এল। অঘোষিত হলেও এটাই নির্মম সত্য। তবে, এবার চীনকে ভারতের দিকে কু-দৃষ্টি দেওয়ার আগে একাধিকবার ভাবতে হবে।

 

ফেইবুকে আপডেট পেতে পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুনঃ

www.facebook.com/Ganasonghoti

দৈনিক গনসংহতি (সব সময় নতুন সংবাদ)

২৪ ঘন্টাই খবর। খবরের সাথেই থাকুন।।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati