রাজবাড়ী প্রতিনিধিঃ কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা । মনে মনে, কবির কবিতাংশটুকু বাস্তব জীবনে কতটা ফলপ্রসূ আমার বোধগম্য হয় না। কারণ, হয়তো কেউ বাস্তব জীবনে মনে মনে হারাতে পারে না। তাই হয়তো এখন করোনার ঝুঁকিতে থমকে গেছে জনজীবন। অনেকটা ঈদের আনন্দে ভাটা পড়েছে। বাড়িতে থাকতে থাকতে জনমনে আনন্দের লেশ মাত্র নেই। তাইতো জীবনকে স্বস্তি দিতে বিনোদন প্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার বহরপুর ইউনিয়নের বিল অঞ্চল খ্যাত বাঘুটিয়া গ্রামে। প্রতি বছর এর ন্যায় প্রচুর বৃষ্টিপাতের দরুন বিল পূর্ণ হয়ে। গ্রামের মাঠে রাস্তারপাশ দিয়ে জলে থৈথৈ করছে। রাস্তার দুই ধারে পাটকাঠির অপরূপ সৌন্দর্য্যে এবং সরকারি আবাসন প্রকল্প দেখতে শত শত মানুষ ভিড় করছে।
ঈদ বিনোদনের অংশ হিসাবে নানা বয়সের মানুষের পদচারণায় মূখর এই স্থানটি। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত জায়গায় ভিড় লেগেই আছে। দুই উপজেলার মানুষ বিনোদন কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন এই স্থানটি। ঈদের দিন দুপুরের পর থেকে শুরু হয় এই উপচেপড়া ভিড়। এই ভিড় চলবে ঈদের ৫ম দিন পর্যন্ত। দিন দিন এই জায়গাটি পর্যটকদের কাছে ভিন্ন মাত্রায় পৌঁছে যাচ্ছে। গত দুই বছর ধরে ঈদের সময় শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষ প্রাকৃতিক বিনোদনের খোঁজে এখানে এসে থাকে।
স্থানীয়সূত্রে জানা যায় শুধুমাত্র বর্ষার সময় প্রকৃতি প্রেমীদের ভীড় হয় এখানে। আর একটা বিষয় না বললে নয় নৌকা ভ্রমণ এখানে ভিন্ন মাত্রা যোগ করেছ। অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্থানীয় লোকজন নৌকা ভ্রমণে ইচ্ছুক জনতাকে ভ্রমণের স্বাদ পূরণ করে থাকেন। দিনের শেষে নদী আর চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করে। ঘুরতে আসা সুজন সেখ নামের এক যুবক জানায়- ঈদ উপলক্ষে দূর দূরান্ত থেকে অনান্যদের মতো আমিও এসেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আশেপাশে বিনোদন কেন্দ্র না থাকায় সবাই এই যায়গাটি দেখতে আসে। আমার জলাধারের পাশে ঘুরতে ভালো লাগে। স্থানীয় ব্যাক্তি নিবাস দাস জানায়, এখানে ঘুরতে আসার পাশাপাশি স্থানীয় লোকজন আর্থিক ভাবে লাভবান হচ্ছে। কারণ তারা নৌকা ভ্রমণ করানোর সাথে চা, বিস্কুট,পানীয় ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করছে।
স্থানীয় কলেজ শিক্ষক বিলাস চন্দ্র বিশ্বাস বলেন- ইউনিয়ন চেয়ারম্যান সদয় দৃষ্টি দিলে এই জায়গাটি রাজবাড়ি জেলার অন্যতম একটা দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। যা বর্তমানে এলাকাবাসীর প্রানের দাবী।। লিখেছেনঃ তন্ময় বিশ্বাস।
ফেইবুকে আপডেট পেতে পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুনঃ
www.facebook.com/Ganasonghoti
দৈনিক গনসংহতি (সব সময় নতুন সংবাদ)
২৪ ঘন্টাই খবর। খবরের সাথেই থাকুন।।
আপনি ও চাইলে আমাদের লিখে পাঠাতে পারেনঃ
ইমেইলঃ ganasonghoti@gmail.com
Leave a Reply