ক্রীড়া প্রতিনিধিঃ অবামেয়াং এর জোড়া গোলে রেকর্ড ১৪তম ট্রফি জিতলো গানাররা। ওয়েম্বলির ফাইনালে শুরুতেই লিড নেয় চেলসি। ৫ মিনিটে ইনফর্ম পুলুসিচ এগিয়ে দেন ল্যাম্পার্ডের দলকে। ২৬ মিনিটে নিজেদের ডি বক্সে আর্সেনাল অধিনায়ক অবামেয়াংকে ফাউল করেন চেলসি দলপতি অ্যাজপেলইকুয়েটা। সুযোগ কাজ লাগিয়ে স্পট কিক থেকে গানারদের সমতায় ফেরান গ্যাবনিজ তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইনজুরিতে পড়েন চেলসির গোলদাতা পুলুসিচ। ৬৭ মিনিটে আর্সেনালের জয়সূচক গোলটি করেন অবামেয়াং। ম্যাচে ফিরতে মরিয়া চেলসি ৭৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। পরবর্তিতে সকল চেষ্টা ব্যার্থ হলে শেষ পর্যন্ত। ২-১ গোলের জয়ে, আবার এফএ কাপের ট্রফি জিতে নেয় আর্সেনাল।
www.facebook.com/Ganasonghoti
দৈনিক গনসংহতি (সব সময় নতুন সংবাদ)
২৪ ঘন্টাই খবর। খবরের সাথেই থাকুন।।
আপনি ও চাইলে আমাদের মতামত পাঠাতে পারেন।
ইমেইল করুনঃ ganasonghoti@gmail.com
Leave a Reply