নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে ২৭ জুন শনিবার আরও ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮০১জন। শনিবার ফরিদপুরে নতুন করে যে ৮৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে,ফরিদপুর সদরে- ৩৭জন, বোয়ালমারী ৯, নগরকান্দা ১১, ভাঙ্গা ৮, সদরপুর ৩, চর ভদ্রাসন ৮, মধুখালী ৯ ও সালথা ৩ জন রয়েছে।
শনিবার রাত পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ১৮০১জনের মধ্যে ভাঙ্গায় ৩২৯জন, ফরিদপুর সদরে ৭৩০জন, বোয়ালমারীতে ২৩৯জন, সদরপুরে ১২২, চরভদ্রাসনে ৯০, নগরকান্দায় ১১৬জন, আলফাডাঙ্গায় ৫৬, সালথায় ৬১জন এবং মধুখালীতে ৫৭জন।
সদরে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন, পুর্ব খাবাসপুর ৪, গোয়ালচামট ২, আলিপুর ২, মিয়া পাড়া সড়ক ৪, শোভারামপুর ২, দয়ারামপুর ১, দক্ষিণ ঝিলটুলি ৩, ঝিলটুলি ৫, ্য়ই্চাউসুফপুর ১, রামকৃষ্ণ মিশন আশ্রম এলাকা ২, পুলিশ লাইনের পুলিশ ১, কোর্ট ষ্টাফ ১, কমলাপুর ১জন, টেপাখোলা ১, শিশু হাসপাতাল ষ্টাফ ১, ভাটি লক্ষিপুর ১, বিদ্যুৎ সঅফিস ১, ২নং হাবেলী গোপালপুর ১ জন।
Leave a Reply